Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা 


১১ জানুয়ারি ২০১৮ ১৬:০৪

আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে প্রায় ১০০ অভিবাসী নিখোঁজ হয়েছেন। তারা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম  দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে ২৯৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এ ছাড়াও প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজরা ওই নৌকাতেই ছিল বলে ধারণা করছে লিবিয়ার নৌবাহিনী। এ ছাড়া ডুবে যাওয়া নৌকার ভাঙা অংশ হামস শহরের কাছে পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লিবিয়ার নৌবাহিনী জানিয়েছে, অভিবাসীদের বেশির ভাগই আফ্রিকান, তারা ছোট ছোট নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দক্ষিণ ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল।

নিরাপদ অভিবাসনের জন্য আফ্রিকার বিভিন্ন দেশে থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আশ্রয় নিতে গিয়ে প্রতিবছর অসংখ্য মানুষের মৃত্যু হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও তার খবর এসেছে বারবার। তার পরও থেমে নেই নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ২০১৭ সালে নৌকায় করে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রায় তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/এসআরপি/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর