Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে : ড. মোমেন


১৪ ডিসেম্বর ২০১৮ ২০:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সিলেট : বিএনপি অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে সিলেটের কাজিটুলা এলাকায় গনসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোটভাই ড. এ কে আবদুল মোমেন বলেন, আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে বরং বিএনপির প্রার্থীরাই বেশি স্বাচ্ছন্দে নির্বাচনি প্রচার চালাতে পারছেন।

বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এগুলো হচ্ছে বলার জন্য বলা আর কি। আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলেন। এবং এটা তারা সারা দেশজুড়েই করছেন। সুতরাং এটা নিয়ে আমার খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই এই নির্বাচনে যোগদান করছেন।’

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, সিলেটে অর্থমন্ত্রীর অভুতপূর্ব উন্নয়নের কারণে মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে।

সারাবাংলা/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন বিএনপির অভিযোগ