Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উন্নয়ন অব্যাহত রাখতে দেশবাসী নৌকায় ভোট দেবে, আশা হাসিনা গাজীর


১৪ ডিসেম্বর ২০১৮ ২২:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: উন্নয়ন অব্যাহত রাখতে দেশবাসী আবারও নৌকায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী। দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় স্বামী নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া গোলাম দস্তগীর গাজীর পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন৷

হাছিনা গাজী বলেন, ‘মানুষ নৌকাকে মনে প্রাণে ভালোবাসে। তার প্রমাণ আজকের এই গণসংযোগ। আজ মা বোন বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কারণ তারা নৌকার বিজয় চায়। তারা জানে নৌকা মানে উন্নয়ন নৌকা মানে আওয়ামীলীগ।  আমরা দেশের উন্নয়নে কাজ করি সেজন্য দেশবাসীও নৌকাকে ভালোবাসে।’

বিজ্ঞাপন

রূপগঞ্জের প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা উন্নয়ন করেছি। এজন্য নৌকাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আমি আশা করি রূপগঞ্জবাসী যেমন আগামী ৩০ তারিখ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবে, তেমনিভাবেই দেশবাসীও নৌকাকে ভোট দিয়ে জয়ী করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার,সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়ার মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি, আওয়ামী লীগ নেতা ফিরোজ ভূইয়াসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/এসএমএন

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়গঞ্জ-১ হাসিনা গাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর