Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইয়াবার আসর’ থেকে বিএনপি নেতাসহ আটক ৪


১৪ ডিসেম্বর ২০১৮ ২১:৫৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগর বিএনপির দপ্তর সম্পাদক টিংকু দাশসহ চারজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইয়াবার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে নগরীর চৈতন্যগলি এলাকায় একটি বাসার ছাদে অভিযান চালিয়ে তাদের আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আটক চারজনের মধ্যে আরও আছেন- মো.বাকী (৩৯), ফিরোজ আলম (৩২) ও মো.শাহজাহান (৫০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, চারজন মিলে ইয়াবা সেবন করছিল। আমরা যখন অভিযান শুরু করি, তখন পুলিশ দেখে পালাতে গিয়ে টিংকু দাশ পায়ে সামান্য চোট পেয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।

সারাবাংলা/আরডি/এনএইচ

‘ইয়াবার আসর’ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর