বয়স্ক আসামিদের আইনি সহায়তা দেবে লিগ্যাল এইড
১১ জানুয়ারি ২০১৮ ১৬:২৭
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: বিনা বিচারে দীর্ঘদিন কারাবন্দীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি এবার ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক সাজাপ্রাপ্ত ব্যক্তিদের আইনি সহায়তা দেবে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড। এ লক্ষ্যে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড থেকে দেশের বিভিন্ন কারাগারে চিঠি পাঠানো হয়েছে।
সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘বিভিন্ন মামলায় আটক অথবা সাজাপ্রাপ্ত ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড।’
এ কারণে ৭৫ বছরের ঊর্ধ্বে বয়ষ্ক বন্দী বা আটকদের সম্পূর্ণ হালনাগাদ তথ্য সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটিতে দিতে বলা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার ১, ২, ৩ ও ৪ বরাবর এ চিঠি পাঠায় সুপ্রিমকোর্ট লিগ্যাল এই কমিটি।
সারাবাংলা/এজেডকে/আইজেকে