।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাজশাহী : রাজশাহীর বাঘায় নৌকা প্রতীকের পোস্টার পোড়ানোর অভিযোগে বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) উপজেলার বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিপন আলী বাদি হয়ে এই মামলা করেন। বিএনপির কর্মী দৌলত আলী দরুকে প্রধান আসামি করে এই মামলা হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘা বাজারে নৌকার পোস্টার টানানো ছিল। বিএনপির নেতাকর্মীরা এই পোস্টার নামিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এ সময় দিঘার স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা জানতে পেরে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ৩৭ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
তবে নৌকার পোস্টারের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন বাউসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসেন।
একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি প্রভাষক মুজিবুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে উভয় দল নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা নৌকার প্রার্থী শাহরিয়ার আলম এমপির টানানো এই পোস্টার নামিয়ে পুড়িয়ে দেয়। কোন সহিংসতায় না গিয়ে আইনি আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।
সারাবাংলা/এসএমএন