Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ হলেন মিক মুলভ্যানি


১৫ ডিসেম্বর ২০১৮ ১১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

হোয়াইট হাউজের নতুন ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই কর্মপ্রধানের নাম মিক মুলভ্যানি (৫১)। আগামী বছর থেকে তিনি হোয়াইট হাউজের ব্যবস্থাপনা ও বাজেটের দায়িত্ব পালন করবেন। খবর বিবিসির।

বর্তমানে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ হচ্ছেন জন ক্যালি। এই বছরের শেষে তার পদত্যাগের কথা রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) এক টুইটে ট্রাম্প ক্যালিকে একজন ‘মহান দেশপ্রেমিক’ হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প জানান, তিনি নিষ্ঠার সঙ্গে দেশের প্রতি তার দায়িত্ব পালন করেছেন।

কিন্তু এই বছরের শুরুর দিকে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ট্রাম্পকে একজন ‘গাধা’ বলে বর্ণনা করেছিলেন ক্যালি। অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ড তার এক বইয়ে ক্যালিকে উদ্ধৃত করে কথাটি উল্লেখ করেছিলেন। পরবর্তীতে চাপের মুখে ক্যালি স্বীকার করতে বাধ্য হন যে, তিনি ট্রাম্পকে গাধা বলেননি।

বিজ্ঞাপন

উডওয়ার্ডের বই অনুসারে, ক্যালি বেশ কয়েকবার ট্রাম্পকে গাধা বলেছেন। বলেছেন, ট্রাম্পকে কোন বিষয় বোঝানো বৃথা চেষ্টা।

এদিকে নতুন চিফ অফ স্টাফ মুলভ্যানিকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি প্রশাসনের জন্য অসাধারণ কাজ করেছেন। আমি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন‘র কাজে তার সহযোগিতার অপেক্ষায় রয়েছি।

সারাবাংলা/ আরএ

চিফ অফ স্টাফ ট্রাম্প হোয়াইট হাউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর