Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়ার নির্বাচনে সাহায্য করবে জাতিসংঘ


১১ জানুয়ারি ২০১৮ ১৬:৪৫

আন্তর্জাতিক ডেস্ক

আগামী নির্বাচনে লিবিয়াকে সাহায্য করতে জাতিসংঘ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন, জাতিসংঘের উচ্চপদস্থ একজন কর্মকর্তা।

রাজনীতি এবং সেনাবাহিনী বিপরীত দিকে অবস্থান করা লিবিয়াতে নির্বাচন দেওয়া বেশ কঠিন। অপরদিকে, দেশটির অনেক অংশের নিরাপত্তা ব্যবস্থাও বেশ দুর্বল। এর পরও চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বচনের জন্য ভোটারদের নিবন্ধনের উচ্চহার দেখে তিনি এ কথা বলেন।

২০১১ সালের গণঅভ্যুত্থানের পর থেকে অস্থিতিশীল লিবিয়া আগামী নির্বাচনের মাধ্যমে স্থির হবে বলে আশা করছে জাতিসংঘ।

দেশটি নির্বাচনকে সামনে রেখে একটি নতুন আইন পাশের জন্য গণভোট অনুষ্ঠিত হতে পারে বলেও জানা গেছে।

জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেফরি ফেল্টমান বলেন, আগামী নির্বাচনকে জাতিসংঘ ‘সংকটের শান্তিপূর্ণ সমাপ্তির পথ’ হিসেবে দেখছে।

‘সংকটের যে অধ্যায় লিবিয়াতে শুরু হয়েছিল তার শেষ হতে যাচ্ছে সম্মিলিত শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর এর ভিতর দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তারা হবে লিবিয়ার জনগণের ইচ্ছার প্রকাশ।’ ত্রিপলিতে এক আলোচনা শেষে সাংবাদিকদের এক কথা বলেন ফেল্টমান।

প্রায় ৫ লক্ষ নতুন ভোটার যুক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে জাতিসংঘ খুব উত্সাহিত’।

সারাবাংলা/এসআরপি/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর