Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির প্রতিপক্ষ পুলিশ, প্রশাসন ও আ.লীগ’


১৫ ডিসেম্বর ২০১৮ ১৫:২৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: পুলিশ-প্রশাসন ও আওয়ামী লীগ নির্বাচনে বিএনপি-ঐক্যফন্ট্রের প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে প্রতিনিয়ত অভিযোগ দিয়ে যাচ্ছি। কিন্তু এ বিষয়ে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

তিনি শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিরাজগঞ্জের পুলিশ সুপার ও সদর খানার ওসির প্রত্যাহার, প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের হয়রানি না করা এবং ড. কামাল হোসেন গাড়িতে হামলাকারীর ব্যাপারে ব্যবস্থা নিতে তিনটি চিঠি দেন। চিঠিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষর করেন।

পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।

আলাল বলেন, ‘আমরা এখন শেষ আশ্রয়স্থল প্রেসিডেন্টের সাক্ষাৎ চেয়েছি। পাশাপাশি দেশের অভিভাবক হিসেবে তার হস্তক্ষেপ কামনা করেছি। ইসি আমার কথা শুনে যাচ্ছে, কিন্তু মাঠে তার প্রতিফলন উল্টো। সিরাজগঞ্জে ধানের শীষের প্রার্থীসহ ২০ জন গুলিবিদ্ধ। সেখানে প্রশাসন সরকারের হয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘ইসি ধানের শীষের প্রার্থীদের কোনো নিরাপত্তা দিতে পারছে না।’

সারাবাংলা/ জিএস/একে

বিএনপি মোয়াজ্জেম হোসেন আলাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর