Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরি প্রয়োজনে সেনাবাহিনী গ্রেফতার করতে পারবে: সিইসি


১৫ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের সহায়তায় সেনাবাহিনী গ্রেফতার করতে পারবে।’

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কমিশনের সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এই তথ্য জানান।

সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রসঙ্গে সিইসি বলেন, ‘সিআরপিসি অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী যে কাউকে আটক করতে পারবে। তবে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

বিরোধী দলগুলোর ওপর পুলিশি হামলা ও হয়রানির বিষয়ে সিইসি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে কাল-পরশুর মধ্যেই চিঠি দেবো, কোনো প্রার্থী, প্রার্থীর কর্মী ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত না থাকলে যেন হয়রানি-গ্রেফতার না করা হয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুবু তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর