Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইজারল্যান্ডে আটকেপড়া ১৩ হাজার পর্যটককে উদ্ধার


১১ জানুয়ারি ২০১৮ ১৭:৪৪

আন্তর্জাতিক ডেস্ক

সুইজারল্যান্ডের আল্পস পর্বত এলাকায় তুষার ধ্বসে আটকেপড়া ১৩ হাজার হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে। প্রচণ্ড তুষার ধ্বসে রাস্তা-ঘাট বন্ধ হয়ে যাওয়ায় তারা বিভিন্ন রিসোর্টে আটকে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দশকের মধ্যে এটা সবচেয়ে বড় তুষারধ্বস ছিল।

কয়েকটি রিসোর্ট থেকে হেলিকপ্টারে করে কিছু যাত্রীকে উদ্ধার করা হলেও রাস্তা মেরামতের পর ট্রেনে করে বাদ বাকিদের উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বতের কাছের একটি রিসোর্ট থেকে ট্রেনে করে সেখানে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, বহু মানুষ আটকে পড়লেও কোন প্রাণ হানির ঘটনা ঘটেনি।

রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় দুই দিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন এক উদ্ধারকারী কর্মকর্তা।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে।

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর