খুলনায় আ.লীগ অফিসে হামলা: ৯২ জনের বিরুদ্ধে মামলা, আটক ১২
১৫ ডিসেম্বর ২০১৮ ২১:০৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
খুলনা: খুলনা ফুলতলায় আওয়ামী লীগ অফিসে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ফুলতলা থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মামলায় জামায়াত ও বিএনপির ৯২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা জেলা জামায়াতের আমীরসহ ১২ জনকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ।
খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা-অগ্নিসংযোগ
এর আগে শুক্রবার রাতে বেজেরডাঙ্গা বাজারের ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের পূর্ব পাশের দেয়ালে বোমার বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা দুর্বত্তরা। তবে কার্যালয়ের ভেতরে অবস্থানরত কোনো নেতা-কর্মী হতাহত হয়নি। এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আযম মোহন বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেন।
মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়। পুলিশ ৪ জনকে আটক করে শনিবার সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করে। আটককৃতরা হলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হুসাইন (৬০), বুড়িয়ার ডাঙ্গা গ্রামের শেখ আকরাম হোসেন (৪২), পায়গ্রাম কসবা গ্রামের কাজী আকতার মাহমুদ (৪২), ঢাকুরিয়া গ্রামের জর্জিস মোড়ল (৪২)।
ওই দিন রাত পৌনে ৯টায় দামোদর ইউনিয়নের ৪নং গাড়াখোলা ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে ঐ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আ. জলিল বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করা হয়। এ মামলায় পুলিশ ৮ জনকে আটক দেখিয়ে শনিবার সন্ধ্যায় তাদের জেল-হাজতে প্রেরণ করে।
আটক ব্যক্তিরা হলেন, ডাউকোনা গ্রামের এস এম সোহেল (৩৮), ছাতিয়ানী গ্রামের হাবিবুর রহমান (২৮), জামিরা গ্রামের হুমায়ুন কবির মোল্যা (৪৮), গাড়াখোলা গ্রামের আক্তার হোসেন (৪৭), চেচুড়ি গ্রামের কামাল সরদার (৪২), দামোদর গ্রামের ফিরোজ জমাদ্দার (৬০), ধোপাখোলা গ্রামের মো. মিজানুর রহমান (৪৭), দামোদর গ্রামের আনিছুজ্জামান রনি (৩৫)।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শনিবার রাত ৭টায় মামলা ও আটকের বিষয়টি স্বীকার করেন।
সারাবাংলা/এমআই