Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি জেলায় বিএসটিআই অফিস চালু করুন: শিল্পসচিব


১১ জানুয়ারি ২০১৮ ১৮:০৪

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : জনগণের জন্য গুণগত মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় দ্রুত বিএসটিআই’র অফিস চালুর উদ্যোগ নিতে বিএসটিআই মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্।

রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার মত বিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।

শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, ‘দেশের মানুষের কাছে গুণগত মানসম্পন্ন নিরাপদ পণ্য পৌঁছে দেওয়া বিএসটিআই’র দায়িত্ব। সে কাজ করতে বিএসটিআইকে শক্তিশালী করার বিকল্প নেই।’

এ সময় তিনি দেশের সকল জেলায় বিএসটিআই-এর অফিস চালুর লক্ষ্যে একটি আদর্শ জনবল কাঠামোর প্রস্তাব দ্রুত আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেন। দ্রুততম সময়ে এ সকল প্রক্রিয়া সম্পন্ন করার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি বিএসটিআই কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

বিএসটিআই কর্মকর্তাদের উদেশ্যে মোহাম্মদ আব্দুল্লাহ্ বলেন, ‘বিএসটিআই-এর কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হলে বিএসটিআইকে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করতে হবে। বিএসটিআই কর্মকর্তাদের উচিত হবে ভালো কাজ করার পাশাপাশি ভালো কাজগুলোকে দৃশ্যমান করে তোলা।’

বিএসটিআই মহাপরিচালক সরদার আবুল কালাম বলেন, ‘এ প্রতিষ্ঠানের কাজের পরিধি অনুযায়ী লোকবল এবং লজিস্টিক সাপোর্টের ঘাটতি রয়েছে। ফলে প্রান্তিক পর্যায়ে বিএসটিআই-এর সেবা পৌঁছে দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএসটিআইতে কর্মকর্তাদের এন্ট্রি পদগুলো দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সীমিত আকারে আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দিতে হবে।’

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় বিএসটিআই-এর মহাপরিচালক সরদার আবুল কালাম, পরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান, পরিচালক (মেট্রোলজি) জনাব মো. আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (সিএম) প্রকৌশলী এস.এম. ইসহাক আলী, পরিচালক (পদার্থ) বেগম শামীম আরাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআইএল/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর