জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৬ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১২:৫৯
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
সাভার স্মৃতিসৌধ থেকে: মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় রাষ্ট্রপতি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন ও কিছুক্ষণ নীরবে সেখানে দাঁড়িয়ে থাকেন। এসময় তিন বাহিনীর চৌকশ দল বীর শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সংগঠন ছাড়াও রাজধানীর স্কুল-কলেজের শিক্ষার্থীরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
আরো পড়ুন : মহান বিজয় দিবস আজ
সারাবাংলা/এইচআর/এমএইচ