Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফেথাই


১৬ ডিসেম্বর ২০১৮ ১০:২৪

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

বিজয় দিবসের দিন। ঘুম নিশ্চয়ই ভেঙ্গেছে তোপধ্বনির শব্দে। দারুণ গৌরব আর বিজয়ের ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠে দেখা গেলো, আকাশের তো মুখ গোমরা!

আকাশের মুখ গত কয়েকদিন ধরেই গোমরা। আজকের গোমরা হওয়ার বিশেষ কারণ হচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ঘনীভূত হয়ে একই এলাকায় (১০.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) ঘূর্ণিঝড় ফেথাই-তে পরিণত হয়েছে।

এটি আজ (১৬ ডিসেম্বর ২০১৮) সকাল ০৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫২৫ কি. মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৬০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৪৪০ কি. মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৪২৫ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এটি আরও উত্তর/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কি. মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এই যখন সাগরের অবস্থা তখন দেশের বাকি অংশেও লেগেছে ঘূর্ণিঝড়ের প্রভাব। দক্ষিণবঙ্গে তো বটেই সারা দেশে আকাশ মেঘলা হয়ে আছে। এই মেঘের কারণ ঠাণ্ডাটাও বেজায় গায়ে লাগছে। তবে বাতাস এখন আর তেমন শুষ্ক নয়। একটু গুমটই লাগছে। সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথে যা বোঝা যাচ্ছে এটা বাংলাদেশে আঘাত আনবে না। তবে হ্যাঁ ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটি তো ছুটিতে কেটে যাবে কালকে একটু ভোগান্তি হতে পারে।

নিরাপদে কাটুক আমাদের দিনগুলো।

সারাবাংলা/এমএ

ঘূর্ণিঝড় ফেথাই শুভ কাটুক দিনটি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর