Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্তুগালে উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত, ৪জন নিহতের আশঙ্কা


১৬ ডিসেম্বর ২০১৮ ১১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পর্তুগালের পোর্তোর পাহাড়ি এলাকায় একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটি চিকিৎসাসেবায় ব্যবহৃত হচ্ছিলো। দুর্ঘটনায় দুইজন চালক, একজন নার্স ও একজন ডাক্তার প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

আইএনইএম এর ওই হেলিকপ্টারটি শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিখোঁজ হয়। এটি হৃদরোগে আক্রান্ত ৭৬ বছর বয়সী এক ব্যক্তিতে হাসপাতালে নামিয়ে দিয়ে ফিরে যাচ্ছিলো।

ভালনাগো ফায়ার স্টেশনের এক মুখপাত্র জানান, দুই শ উদ্ধারকারী কর্মী হেলিকপ্টারটির খোঁজ চালাচ্ছে।

বিজ্ঞাপন

ইএনইএম জানায়, বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে।

সারাবাংলা/এনএইচ

পর্তুগাল হেলিকপ্টার বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর