Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের আগে শেখ হাসিনার ৫টি জনসভা, ১০টি ভিডিও কনফারেন্স


১৬ ডিসেম্বর ২০১৮ ১৪:১০

।। মীর মে‌হেদী হাসান, স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঁচটি জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর বাইরে ১০ জেলার নির্বাচনি জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন তিনি।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সারাবাংলা‌কে এইসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ব‌লেন ‘২১ ডিসেম্বর দুপুর ২ টায় গুলশানে এবং ২৪ ডিসেম্বর বেলা ১১ টায় কামরাঙ্গীরচর মাঠে সমাবেশ করবেন আওয়ামী লীগ সভানেত্রী। এছাড়া ঢাকার বাইরে তিনটি জনসভা করবেন তিনি। ২২ ডিসেম্বর সিলেটের তিনটি মাজার জিয়ারতের পর দুপুর ২ টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবং ২৩ ডিসেম্বর দুপুর ২ টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করবেন শেখ হাসিনা।’

এরমধ্যে পীরগঞ্জে যাওয়ার পথে সকালে রংপুর-২ নির্বাচনি এলাকায় (তারাগঞ্জ-বদরগঞ্জে) একটি জনসভায় অংশগ্রহণ করবেন বলেও জানান বিপ্লব বড়ুয়া।

এর বাইরে তিনদিনে ১০ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী।

বিপ্লব বড়ুয়া জানান, ১৮ ডিসেম্বর বিকাল ৩ টায় শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে নড়াইলে মাশরাফি বিন মর্তুজা, কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম, বান্দরবানে বীর বাহাদুর উশৈসিং এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

৯ ডিসেম্বর বিকেল ৪ টায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনি আসন ব্রাহ্মণবাড়িয়ায়, কক্সবাজারে সাইমুন সিদ্দিক কমলের নির্বাচনি এলাকার, পিরোজপুরের শ ম রেজাউল করিম এবং চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী।

বিজ্ঞাপন

২০ ডিসেম্বর বেলা ১১ টায় গাইবান্ধা-৫ আসনে ফজলে রাব্বী, জয়পুরহাটের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহীর ওমর ফারুক এর নির্বাচনি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

নির্ধারিত এলাকার নেতাকর্মীদের বাইরে ওই জেলার আওয়ামী লীগ ও মহাজোটের সকল নেতাকর্মীরা এসব সমাবেশে উপস্থিত থাকবে বলেও জানান বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া জানান, ১৮ তারিখ সকাল ১০ টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সারাবাংলা/এমএমএইচ/এসএমএন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনি জনসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর