Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার


১৬ ডিসেম্বর ২০১৮ ২০:২৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ২০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা: নাশকতার মামলায় সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) জামায়াত নেতা ও ধানের শীষের প্রার্থী গাজী নজরুল ইসলামসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ছাড়াও গ্রেফতারদের মধ্যে আছেন—শ্যামনগর উপজেলা চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) ও জামায়াতের সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল বারী, পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রউফ ও জামায়াত নেতা শেখ আব্দুল বারী।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলার বংশীপুর এলাকা থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ও মাওলানা আব্দুল বারীসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে।’

বিজ্ঞাপন

এ ছাড়া তাদের জেল হাজতে পাঠনোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমআই

জামায়াত নেতা ধানের শীষের প্রার্থী

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর