যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে যুবকের ‘মৃত্যু’
১৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আটক করে নিয়ে আসার পর রাজধানীর যাত্রাবাড়ী থানা হেফাজতে মো. রিপন নামে এক যুবকে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, থানায় মৃত্যু হলেও ওই যুবকের ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত প্রতিবেদনে নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
শনিবার (১৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে যাত্রাবাড়ী থানা হেফাজতে রিপনের মৃত্যু হয়। এরপর প্রাথমিক সুরতহাল শেষে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়।
রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রিপনের ভাই মাসুম আহমেদ অভিযোগ করে বলেন, ‘এলাকায় রিপন ডিস ক্যাবলের ব্যবসা করত। কোনো রাজনীতি করত না। আমাদের জানামতে তার নামে কোনো মামলা ছিল না। পুলিশ গ্রেফতারের সময় বলেছে তার নামে একাধিক মামলা আছে। কি মামলা আছে তা কেউ জানি না। মৃত্যু নিয়ে আমরা আর কোনো কথা বলতে রাজি না।’
তবে রিপনের পরিচিত এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রিপন অনেক দিন আগে থেকেই ক্যাবল ব্যবসার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পোস্টার লাগানোর সময় তাকে যাত্রাবাড়ী থানা পুলিশ আটক করে নিয়ে গিয়েছিলো।’
রিপনের মৃতদেহের ময়নাতদন্ত করেন প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস বলেন, ‘তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। প্রাথমিক অবস্থায় মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। আমরা তার ভিসেরা, লাংস ও হার্ট, সংরক্ষণ করে হিস্ট্রোপ্যাথলোজিতে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্তি চাকমার উপস্থিতিতে রিপনের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে রিপনের ঠিকানা যাত্রাবাড়ী থানাধীন খানকা রোডের শেখদি বাড়ি এলাকার ২৩ নম্বর বাড়ি উল্লেখ করা হয়। তার শরীরের কোনো প্রকার নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি।
সারাবাংলা/ইউজে/এমও