Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত


১৭ ডিসেম্বর ২০১৮ ০০:৪২

।। সারাবাংলা ডেস্ক ।।

৪৮তম বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল।

স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে রোববার থেকেই পাওয়া যাচ্ছে, এছাড়াও সারাদেশের প্রধান প্রধান ডাকঘরগুলোতেও পাওয়া যাবে এসব স্মারক পণ্য।

খামের ওপরে এই বিশেষ সিলমোহর ব্যবহার করার জন্য চারটি জিপিওতেও ব্যবস্থা রয়েছে। বাসস।

সারাবাংলা/টিআর

প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকেট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর