Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লতিফ সিদ্দিকীর প্রচার গাড়ি ভাঙচুর, প্রতিবাদে অবস্থান ধর্মঘট


১৭ ডিসেম্বর ২০১৮ ০৬:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

টাঙ্গাইল: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ট্রাক মার্কার নির্বাচনি প্রচার গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এতে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে লতিফ সিদ্দিকী জেলা রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘটে বসেছেন।

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে কালিহাতী উপজেলার সরাতৈল গোহালিয়া বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

লতিফ সিদ্দিকী জানান, একটি সমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছিলেন তিনি। পথে নৌকার সমর্থকরা তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এসময় চারটি গাড়ি ভাঙচুর করা হয়। তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

লতিফ সিদ্দিকী বলেন, সুষ্ঠু নির্বাচন হবে— প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নয়, ভয়াবহ। যতক্ষণ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠ বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন বলে তিনি জানান।

সারাবাংলা/টিআর

টাঙ্গাইল লতিফ সিদ্দিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর