সাতক্ষীরায় বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস পালিত
১৭ ডিসেম্বর ২০১৮ ০৭:০১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সাতক্ষীরা: বিভিন্ন আয়োজনে সাতক্ষীরায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস পালন কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল সোয়া ৮টায় সাতক্ষীরা স্টেডিয়ামে পুলিশ, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী, রক্তদান কর্মসূচি ও নিহত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরে জেলা প্রশাসন শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া পৌরদিঘীতে হাঁস ধরা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির পালন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এসব আয়োজনে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিন, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ অন্যরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারাবাংলা/কেকে