Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে ব্যবস্থা: ওবায়দুল কাদের


১৭ ডিসেম্বর ২০১৮ ১৫:০৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ পর্যন্ত অপেক্ষা করবো, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা আগামীকালের মধ্যে সরে না দাঁড়ালে দলের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ ডিসেম্বর) সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে দ্বিতীয় কাঁচপুর ও দ্বিতীয় মেঘনা সেতুর চার লেনের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘এখন তো আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, তবে বিদ্রোহী প্রার্থীদের প্রেস কনফারেন্স করে দলীয় প্রার্থীকে সমর্থন দিতে হবে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘কাঁচপুর সেতুর কাজ বিজয়ের মাসেই শেষ হয়ে যাবে আর মেঘনা গোমতি সেতুর ফোর লেনের কাজ মে জুন নাগাদ শেষ হয়ে যাবে।’ এসময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী মজিবুল হক, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, নারায়ণগঞ্জ সওজের প্রধান প্রকৌশলী আলিয়ার
হোসেন প্রমুখ।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর