Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানি আ.লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত


১৭ ডিসেম্বর ২০১৮ ১৬:২৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৩৫

।। ফাতেমা রহমান রুমা, জার্মানি থেকে ।।

বিজয় দিবস উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৬ ডিসেম্বর) শহরের সালবু নেইড মিলনায়তনে আওয়ামী লীগ জার্মানি শাখার উদ্যোগে এই আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালানো হয়।

অনুষ্ঠানে জার্মানি আওয়ামী লীগের আহ্ববায়ক জাহিদুল ইসলাম পুলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মণি।

তবে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তিনি টেলি যোগাযোগের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব নজরুল ইসলাম খালেদ। নেতৃবৃন্দের মধ্যে আওয়ামী লীগ জার্মানির যুগ্ম-আহবায়ক মাহফুজ ফারুক, নির্বাচন প্রচার কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান আলম, যুগ্ম আহবায়ক বাবুল তালুকদার, হেছেন আওয়ামী লীগের সভাপতি কামাল ভূঁইয়া, মানহাইম-লুডভিগহাফেনের সভাপতি বাবুল মোল্লা, মো. সিদ্দিকুজ্জামান, মো. ইউসুফ, মো. জালাল, জার্মানি যুবলীগের সভাপতি আমানুল্লাহ ইসলাম, সহসভাপতি আশরাফুল টিপু, সাধারণ সম্পাদক কায়সার আলম, এইচ এম রাসেল, লোকমান মজুমদার, দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন ও মো. রিংকুসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএইচ/এমআই

আওয়ামী লীগ জার্মানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর