‘ওয়ানএমডিবি’ দুর্নীতিতে অভিযুক্ত গোল্ডম্যান স্যাকস ও ২ ব্যাংকার
১৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৮
।। আন্তর্জাতিক ডেস্ক।।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানমালয়েশিয়া ডেভেলপমেন্ট বিএইচডি (১এমডিবি) দুর্নীতিতে যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ও ব্যাংক গোল্ডম্যান স্যাকস ও এর দুই সাবেক কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়া অভিযোগ করেছে, ১এমডিবি তহবিল থেকে অর্থচুরি ও দুর্নীতির সাথে সংশ্লিষ্ট গোল্ডম্যান স্যাকস ও প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মী- টিম লেইসনার ও রজার এনজি। খবর বিবিসির।
১এমডিবির জন্য অর্থ সংগ্রহ করা নিয়ে আগ থেকেই সমালোচিত গোল্ডম্যান স্যাকস। বর্তমানে মোট ছয়টি দেশে এই তহবিল দুর্নীতির তদন্ত চলছে। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর।
গোল্ডম্যান স্যাকস তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে বলেছে, এসব অভিযোগ ভুল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা হয়েছে। তারা এসব অভিযোগের বিরুদ্ধে সবলে লড়াই করবে।
ব্যাংকটি আরও জানিয়েছে, তারা এই তদন্তে কর্তৃপক্ষকে সকলভাবে সহযোগিতা করবে।
এদিকে গোল্ডম্যানের দক্ষিণ পূর্ব এশিয়া শাখার সাবেক চেয়ারম্যান ছিলেন লেইসনার ও এনজি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক। লেইসনার ২০১৬ সালে পদত্যাগ করেন ও এনজি বিদায় নেন ২০১৪ সালে। এই দুই কর্মকর্তা ছাড়াও সাবেক ১এমডিবি কর্মী জেসমিন লো ও অর্থ ব্যবস্থাপক ঝো লোও’র বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল টমি থমাস এক বিবৃতিতে বলেন, ১এমডিবির তিনটি সহযোগী প্রতিষ্ঠানের বন্ড ইস্যু করার প্রক্রিয়া নিয়ে অভিযোগ আনা হয়েছে। পুরো প্রক্রিয়ার আয়োজন ও দেখভাল করে গোল্ডম্যান স্যাকস।
গত মাসে লেইসনারের বিরুদ্ধে ১এমডিবি সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়। তিনি যুক্তরাষ্ট্রের এক আদালতে অর্থপাচার ও ঘুষ সম্পর্কিত আইন লঙ্ঘনের অপরাধ স্বীকার করেছেন।
অভিযোগপত্রে বলা হয়, লেইসনার, এনজি ও লোও গোল্ডম্যান স্যাকসের জন্য ১এমডিবি ব্যবসা জিততে সরকারী কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ১এমডিবি তহবিল থেকে চুরি করা অর্থগুলো দিয়ে চিত্রকর্ম, সম্পত্তি ও একটি ব্যক্তিগত বিমান কিনতে ব্যবহৃত হয়েছে। এমনকি হলিউড চলচ্চিত্র ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ ছবির প্রযোজনায়ও চুরি করা অর্থ ব্যবহার করা হয়েছে।
সারাবাংলা/ আরএ