Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত হলে শহীদদের প্রতি চরম অবমাননা হবে’


১৭ ডিসেম্বর ২০১৮ ১৮:২৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘সমাজে সম্পদের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে হলে দুর্নীতি অবশ্যই কমাতে হবে। আমরা কেউ যদি ঘুষ-দুর্নীতিতে নিমজ্জিত হই তা হবে মহান শহীদদের প্রতি চরম অবমাননা।’

সোমবার (১৭ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় দুদক’র প্রধান কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রতি আমাদের সর্বোচ্চ সহমর্মিতা থাকতে হবে। আমাদের পূর্বপুরুষেরা তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে একটি দেশ রেখে গেছেন। তাই আমরা আজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। পরবর্তী প্রজন্ম যাতে আমাদের শ্রদ্ধা করে তাই আগামী প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য ও নৈতিক কাঠামো বিনির্মাণে পদ্ধতিগত সংস্কার কাজের ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পরিচালক মো. মনিরুজ্জামান, উপপরিচালক মো. তালেবুর রহমান।

সারাবাংলা/ইএইচটি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর