Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদের পরবর্তী অধিবেশন রোববার


১১ জানুয়ারি ২০১৮ ২১:২৪

স্পেশাল করেসপন্ডেন্ট

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন রোববার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের পরে অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।

এদিন তিনজন সংসদ সদস্য অনুপস্থিত থাকায় দুইটি প্রস্তাব উত্থাপন করা হয়। বাকি তিনটি প্রস্তাব উত্থাপন করা হয়নি। দুইটি প্রস্তাব উত্থাপন করা হলেও মন্ত্রীদের অনুরোধে তা প্রত্যাহার করে নেন সংসদ সদস্যরা।

এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া কার্যবিধি-৭১ অনুযায়ী মোট ২৬টি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের মধ্যে তিনটি গ্রহণ করেন। বাকি সংসদ সদস্যরা অনির্ধারিত আলোচনায় অংশ নেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সারাবাংলা/এটি

ব্যক্তিগত প্রেক্ষাগৃহ আধুনিক করার পরিকল্পনা মন্ত্রণালয়ে
রংপুরে বেতারের স্বাধীন সম্প্রচার কেন্দ্র করা হবে
বিদ্যুতের দাম বাড়ছে না- সমন্বয় হচ্ছে
দুই মন্ত্রীর অনুরোধে উত্থাপিত প্রস্তাব প্রত্যাহার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর