Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাইলী প্রধানমন্ত্রীর ছেলের ওপর ফেসবুকের নিষেধাজ্ঞা


১৭ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফিলিস্তিনি ও মুসলিম-বিরোধী পোস্ট দেওয়ার কারণে ২৪ ঘণ্টার জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসির।

গত সপ্তাহে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ফেসবুক ইয়াইর নেতানিয়াহুর একটি পোস্ট সরিয়ে নেয়। পোস্টটিতে তিনি এক ফিলিস্তিনির হাতে ইসরাইলী সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ওই পোস্টে তিনি আরও বলেন, ইসরাইলে বাসরত সকল মুসলিমকে মেরে ফেলাটাই উচিৎ মনে করেন তিনি।

নিজের ওপর ফেসবুকের নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেছেন, ফেসবুক একটি চিন্তা নিয়ন্ত্রণকারী পুলিশ। এ বিষয়ে ফেসবুক এখনও কিছু জানায়নি।

গত বছর বেনইয়ামিন নেতানিয়াহুর সমালোচকদের নিয়ে এক পোস্ট করে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন ইয়াইর।

এদিকে স্থানীয় সময় রোববার (১৬ ডিসেম্বর) ইয়াইর এক টুইটে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই পদক্ষেপ অবিশ্বাস্য।

নিজের পোস্টে তিনি বলেন, মানুষরূপী ওই ফিলিস্তিনি দানবদের সঙ্গে কোনদিন শান্তি স্থাপন সম্ভব না।

সারাবাংলা/ আরএ

ইয়াইর নেতানিয়াহু ফেসবুকের নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর