গুলেনকে তুরস্কে হস্তান্তরের প্রতিশ্রুতি দেননি ট্রাম্প
১৮ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৩
।। আন্তর্জাতিক ডেস্ক।।
গত জি২০ বৈঠকে তুরস্কের মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে হস্তান্তরের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানকে কোন প্রতিশ্রুতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
সোমবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, এরদোয়ানের সঙ্গে বৈঠকে গুলেনকে তুরস্কের কাছে হস্তান্তরের বিষয়ে কোন প্রতিশ্রুতি দেননি ট্রাম্প।
উল্লেখ্য, রবিবার (১৬ ডিসেম্বর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, চলতি মাসে আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি২০ বৈঠকের ফাঁকে এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের সময় গুলেনসহ আরও অনেককে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউজ কর্মকর্তা এ দাবি অস্বীকার করেছেন।
তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের জন্য গুলেনকে দায়ী করেন এরদোয়ান। কিন্তু গুলেন এই অভিযোগ অস্বীকার করেছে। তিনি প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসনে আছেন। তুরস্ক বহুদিন ধরে তাকে ফেরত নেওয়ার চেষ্টা করছে।
সারাবাংলা/ আরএ