Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিসের নতুন সভাপতি সৈয়দ আলমাস কবীর


১১ জানুয়ারি ২০১৮ ২৩:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আলমাস কবীর। এর আগে তিনি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় এই বাণিজ্যিক সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বেসিসের সভাপতি ছিলেন বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বেসিসের সভাপতির পদ থেকে গত বুধবার (১০ জানুয়ারি) তিনি পদত্যাগ করেন।

বিজ্ঞাপন

পরে আজ বৃহস্পতিবার বেসিসের কার্যনির্বাহী পরিষদের ২৬৪তম (জরুরি) সভায় সভাপতির শূন্য পদে সৈয়দ আলমাস কবীরকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বেসিসের সহ-সভাপতি ফারহানা এ. রহমান।

সারবাংলা/ইএইচটি/এনএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর