সারাদেশে ৩৫,৫৬০ বিজিবি সদস্য মোতায়েন
১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ সারাদেশে ১০১৬ প্লাটুন বা ৩৫ হাজার ৫শ ৬০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তফসিল অনুযায়ী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানোর অংশ হিসেবেই বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত থেকে দশদিন আগে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। একই সময়ে এসব এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র্যাব মোতায়েন করা হবে।
গত ১৫ নভেম্বর সকালে ইসিতে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় ইসি সচিব হেলালউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছিলেন।
আরও পড়ুন: ২৩ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী
সারাবাংলা/ইউজে/জেএএম