Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ১০০ ভরি স্বর্ণসহ আটক ৩


১৮ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী: এক শ ভরি স্বর্ণের ১০টি বারসহ রাজশাহীতে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৪ টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার মহিলা কলেজের সামনে মাইক্রোবাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের শান্তির মোড় এলাকার মৃত সুবেদ আলীর ছেলে ওসমান গনি (৩৫), হরিপুর এলাকার সোনাদী মন্ডলের ছেলে ইসারুল ইসলাম (৩০), রশিদ নগর এলাকার শফিকুল ইসলামের ডালিম (২৫) এবং মাইক্রোবাসের চালক রামকৃষ্ট পুর মাঝপাড়ার মৃত মুর্ত্তজার ছেলে ইসমাইল।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় ঢাকা থেকে মাইক্রোবাসে স্বর্ণের বার নিয়ে আসা হচ্ছে। এমন খবর পেয়ে মহিলা কলেজের সামনে থেকে রাত ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মাইক্রোবাসটি ঢাকা বিমান বন্দর থেকে রওনা হয়েছিলো। এই চক্রটি অনেক দিন থেকেই বিভিন্ন সময় স্বর্ণ পাচার করে থাকে।

এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এনএইচ

অবৈধ স্বর্ণ আটক