হুদাইদাতে যুদ্ধবিরতি টিকলো না কয়েক মিনিটও
১৮ ডিসেম্বর ২০১৮ ১৪:২৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাতে হুতি বিদ্রোহী ও সরকারি দলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভঙ্গ হয়েছে। সরকারপন্থিরা একথা জানায়। খবর বিবিসির।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) মধ্যরাত থেকে চুক্তিটি কার্যকরের কথা ছিলো। তবে চুক্তি ভঙ্গ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনী। যা থেমে থেমে চলছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার ৯০ মাইল পূর্বে হুদাইদা বন্দরের অবস্থান। অন্যতম প্রধান অর্থনৈতিক অঞ্চল ও চতুর্থ বৃহৎ এই শহরটি ২০১৪ সালে বিদ্রোহীরা দখল করে নেয়। চলতি বছরের জুন থেকে সৌদি-আমিরাত নেতৃত্বাধীন জোট হুদাইদা দখলের চেষ্টা করছে। বেশিরভাগ বৈদেশিক সাহায্য ও ত্রাণ হুদাইদা বন্দরের মাধ্যমে ইয়েমেনে প্রবেশ করে বলে এখানে সংঘর্ষের ফলে ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।
এর আগে, জাতিসংঘের মধ্যস্থতায় সুইডেনে এক আলোচনায় বৃহস্পতিবার দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মতি দেয়। গৃহযুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার ক্ষেত্রে যা ইতিবাচক হিসেবে দেখা হয়েছিল।
সারাবাংলা/এনএইচ