Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বইয়ে হাসপাতালে অগ্নিকাণ্ড, ৬ মাসের শিশুসহ নিহত ৮


১৮ ডিসেম্বর ২০১৮ ১৫:৫৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের একটি রাজ্য সরকার পরিচালিত হাসপাতালে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় মাস বয়সী শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪৫জন। আহতদের মধ্যে ২৮জনের অবস্থা গুরুতর। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

খবরে বলা হয়, সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ‘এসিক কামগর হসপিটাল, মারল এমআইডিসি’তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পাঁচতলা হাসপাতাল ভবনের একতলার একটি এসি ইউনিটে শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে চারতলা পর্যন্ত। স্থানীয় দমকল প্রধান জানিয়েছেন, হাসপাতালটির কাছে অবকাঠামোগত সমস্যার জন্যে কোনও নো-অবজেকশন-সার্টিফিকেট বা এনওসি ছিল না। ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।

তিনি আরও জানিয়েছেন, মাত্র ১৫ দিন আগেই হাসপাতাল পরিদর্শনে এসে দমকলের তরফে নোটিশ জারি করা হয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নির্মাণ কাজ চলার কারণে হাসপাতালের একটি বের হবার রাস্তা বন্ধ ছিল। মাত্র একটি দরজা দিয়েই যাতায়াত চলতো। এমনকি ভেন্টিলেশনের ব্যবস্থাও ভালো না থাকায় বাধা পেয়েছে দমকলের উদ্ধার কাজ।

হাসপাতালের দমকলের ডেপুটি চিফ আধিকারিক ভি এম ওগালে জানিয়েছেন, হাসপাতালটির নতুন ভবন তৈরির জন্যে ২০০৯ সাল থেকে নির্মাণ কাজ চলছে। দমকলের তরফে তাই সাময়িক এনওসি দেওয়া হয়েছে, তবে সেটি চূড়ান্ত নয়। এমনকি হাসপাতালের কাছে বৈধ দখলদারিত্বের সার্টিফিকেটও ছিল না।

সারাবাংলা/ আরএ

মুম্বই হাসপাতালে অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর