ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ
১৮ ডিসেম্বর ২০১৮ ২১:৩৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
মাগুরা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ ও আসবাবপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালিখা উপজেলার সীমাখালি বাজার এলাকার নির্বাচনী অফিসে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় শতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ঝন্টু বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী সীমাখালী বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসের সামনে নামে।
তিনি বলেন, সন্ত্রাসীরা অফিসে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় তারা ৩-৪ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে মাক্রোবাসে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বিস্ফোরিত ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছ তা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
দেশের শ্রেষ্ঠ অর্জনে রয়েছে যুব সমাজের ভূমিকা : বীরেন শিকদার
আ.লীগ প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া শুরু