Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি আমাদের জয় ঠেকাতে পারবে না: গোলাম দস্তগীর


১৮ ডিসেম্বর ২০১৮ ২১:৫২

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে তাই বিএনপি আমাদের জয় ঠেকাতে পারবে না বলে আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে রূপগঞ্জের নীলা মার্কেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি একথা বলেন।

আরও পড়ুন: বিএনপির স্বপ্ন ধূলিসাৎ হয়েছে: গোলাম দস্তগীর গাজী

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি চেয়েছিলো আমাদের মধ্যে বিরোধ তৈরি করে সুবিধা নিতে। ফলে আমরা নিজেরাই গণ্ডগোল করব আর ফাঁকা মাঠে তারা ক্ষমতায় যাবে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হওয়ায় তাদের সেই স্বপ্ন মাটি হয়েছে। একই সাথে তারা এখন রূপগঞ্জে কোনঠাসা হয়ে পড়েছে। আমাদেরকে নৌকার জন্য দিন রাত কাজ করতে হবে। আর সেটার প্রমাণ মিলবে আগামী ৩০ তারিখ ভোটের মাধ্যমে। আমরা আশা করছি ঐক্যবদ্ধ থাকলে বিএনপি আমাদের জয় ঠেকাতে পারবে না।’

আরও পড়ুন: যুদ্ধজয়ের গল্প শোনালেন গাজী দস্তগীর বীরপ্রতীক

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মানুষ আমার ভুল হতেই পারে। কারণ যে বেশি কাজ করে তার ভুল তত বেশি হয়। তাই ভুলগুলোকে বাদ দিয়ে দেশের উন্নয়নের জন্য সবাইকে নৌকার জন্য কাজ করতে হবে। কোনো কর্মীর মধ্যে মতবিরোধ থাকলে সেটা ভুলে যান। আমি আমার কর্মীর জন্য সবকিছু করতে পারি। কারণ আমার কর্মীর কিছু হলে আমি পাগল হয়ে যাই। কর্মীই হলো আমার প্রাণ। এক কথায় আমি কর্মী পাগল। আমি কর্মীদের জন্য কতোকিছু করেছি সেটা কর্মীরাই জানেন।’

আরও পড়ুন: ‘ক্র্যাক প্লাটুন’ বীরপ্রতীক গাজীর সাহসিকতা নিয়ে টেলিছবি

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর আরও বলেন, ‘নির্বাচনের মাঠে কোনো ধরনের নাশকতা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগ সকাল থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবে। আমরা আশাবাদী দেশের জনগণ আমাদেরকে আবারও ক্ষমতায় আনবে। কারণ আমরা দেশের জন্য কাজ করেছি। উন্নয়নের জন্য কাজ করেছি। আমরা দেশকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছি। কিন্তু বিএনপি দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে। কাজেই দেশবাসী বিএনপিকে প্রত্যাখান করবে।’

আরও পড়ুন: বিএনপির রাজনীতি হিংস্র: গোলাম দস্তগীর গাজী

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বাশার টুকু, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান হারেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, রূপগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবু হোসেন রানু, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুয়েল মাস্টারসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসজে/এমএইচ

আরও পড়ুন

দেশের মানুষ আ.লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়: হাছিনা গাজী

গোলাম দস্তগীর গাজী নির্বাচনী প্রচারণা মতবিনিময়

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর