Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ’লীগ অফিসে হামলা; বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর


১৮ ডিসেম্বর ২০১৮ ২৩:৫০

লীগ

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানার মোল্লাপাড়া এলাকায় আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মোল্লাপাড়া আওয়ামী লীগ অফিসে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান।

ওয়াহেদুজ্জামান বলেন, ‘মিরপুর ৬০ ফিট রাস্তা সংলগ্ন মোল্লাপাড়া এলাকায় ঢাকা-১৫ আসনের নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হঠাৎ করে একদল দুর্বৃত্ত অফিসটিতে হামলা চালায়। তারা ছবি ভাঙচুর করেছে। অফিসে আগুন দেওয়া হলেও তা নেভানো হয়। আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা গুলিও চালিয়েছে। পরে তারা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।’

পুলিশ পরিদর্শক আরও বলেন, ‘ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। হামলাকারী কারা তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ।’

মোল্লাপাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী সরাফত আলী অভিযোগ করেছেন, জামায়াত-বিএনপির লোকজনই এই হামলা চালিয়েছে। অবিলম্বে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে মোল্লাপাড়া স্থানীয় বিএনপি নেতা হাজী আব্দুল মালেক দাবি করেছেন, এই হামলা কখন হয়েছে এলাকার কেউ তা জানে না। আদৌ হামলা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি। হামলাকারীরা বিএনপির কেউ নন। আওয়ামী লীগের কর্মীরা নিজেরাই ভাঙচুর করে বিএনপির ঘারে দোষ চাপাতে চাইছে।

উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। এছাড়া এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিএ

আওয়ামী লীগ ঢাকা ১৫ ভাঙচুর মিরপুর

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর