Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ৫০ নেতা-কর্মী আটকের অভিযোগ


১৯ ডিসেম্বর ২০১৮ ০৩:২৯

আটক

।। ডিস্ট্রিক্ট করেপন্ডেন্ট।।

সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলমের নির্বাচনী কার্যালয় থেকে দেবহাটা ও আশাশুনি উপজেলা বিএনপির সভাপতিসহ অন্তত ৫০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার নলতা চৌমুহনী এলাকায় বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয় থেকে পুলিশ তাদের আটক করে।

ডা. শহিদুল আলম অভিযোগ করে জানান, তিনি নির্বাচনের দিন বিভিন্ন স্থানে পোলিং এজেন্ট ঠিক করার জন্য নেতাদের নিয়ে আলোচনা করছিলেন। এসময় পুলিশ তাদের অফিস ঘিরে ফেলে। সেখান থেকে দেবহাটা উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ কমপক্ষে ৫০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সারাদিনই বিভিন্ন অভিযোগে অনেককে আটক করা হয়েছে। এক মধ্যে কার বিরুদ্ধে কী মামলা বা অভিযোগ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সারাবাংলা/ইউজে/পিএ/এসএমএন

আটক একাদশ জাতীয় নির্বাচন নির্বাচন নেতা-কর্মী বিএনপি সাতক্ষীরা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর