Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দরজায় কড়া নাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা, চলছে প্রস্তুতি


১৯ ডিসেম্বর ২০১৮ ১১:২৭

।। সিনিয়র ফটো করেসপন্ডেন্ট।।

ঢাকা: দরজায় কড়া নাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৪ তম আসর। তাই, জোরেশোরে এগিয়ে চলেছে বাণিজ্যমেলার প্রস্তুতি। মেলার মূল ফটক তৈরি হচ্ছে মেট্রোরেলের আদলে। নির্বাচনের কারণে মেলা পেছালেও ৩১ ডিসেম্বরের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।

নির্ধারিত সময়ের আগেই মেলার প্রস্তুতি শেষ করতে শ্রমিকদের ব্যস্ততার যেন শেষ নেই। দিন-রাত এক করে এগিয়ে চলছে মেলা মাঠের কর্মযজ্ঞ। স্টল-প্যাভেলিয়ন তৈরিতে যেন দম ফেলার ফুসরত নেই কর্মীদের। বাড়তি কাজে ভালো আয় হওয়ায় খুশি শ্রমিকরা।

এবারের আয়োজন নিয়ে আশাবাদী মেলার আয়োজক, রপ্তানি উন্নয়ন ব্যুরো। সংস্থাটি বলছে, এবার বিদেশিদের নজর কাড়তে বাড়তি প্রস্তুতি নেয়া হচ্ছে। গত বার ১৬৫ কোটি টাকার রপ্তানি আদেশ পেলেও এবার তা আরো বাড়বে বলে আশা ইপিবির।

দর্শনার্থীদের সুবিধায় এবার মেলায় থাকছে চিকিৎসা কেন্দ্র, ডে কেয়ার সেন্টার, ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টারসহ বেশ কিছু আয়োজন। অব্যবস্থাপনা রোধে থাকবে সার্বক্ষণিক নজরদারি।

৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এবারের মেলায় ছোটবড় মিলিয়ে বরাদ্দ দেয়া হয়েছে ৫২১টি স্টল। গত বছরের চেয়ে এবার বেশি রপ্তানি আদেশ পাওয়ার আশা আয়োজকদের।

এবারের মেলায় নারীদের জন্য সংরক্ষিত স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়িন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট ৩টি, সংরক্ষিত প্যাভিলিয়ন ৯টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ৬টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআর/জেএএম

দরজায় কড়া নাড়া প্রস্তুতি বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর