Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের: মিলার


১৯ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ‘নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি পদ্ধতি সুষ্ঠু রাখতে হবে, সহিংসতা পরিহার করতে হবে।’

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকর্মীদের এ সব কথা বলেন।

তার আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৩৫টি দেশের কূটনৈতিকদের সঙ্গে রাজধানীর অভিজাত একটি হোটেলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, ‘নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এর আগে আমি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছি, বিএনপির সঙ্গে বৈঠক করেছি। আমার একই কথা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি পদ্ধতি সুষ্ঠু রাখতে হবে, সহিংসতা পরিহার করতে হবে।’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘বৈঠকে আমাদের ইশতেহারটি কূটনৈতিকদের কাছে তুলে ধরেছি। তাদেরকে জানিয়েছি, কীভাবে আমাদের ওপর হামলা, মামলা হচ্ছে। আমাদের প্রতিকূলতা আমরা তাদের সামনে তুলে ধরেছি। উনারা শুধু শুনেছেন কোনো মন্তব্য করেননি।’

বিএনপি এবারের নির্বাচনে থাকবে কিনা সারাবাংলার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব।’

সারাবাংলা/জেআইএল/এএইচএইচ/একে

আরও পড়ুন

ফখরুলের সঙ্গে মিলারের বৈঠক
প্রধানমন্ত্রীকে মার্কিন দূত, ১১টি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে
দলকে নয়, সমর্থন গণতান্ত্রিক প্রক্রিয়ার: মিলার

জাতীয়-নির্বাচন নির্বাচন কমিশন রবার্ট মিলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর