Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ফের শক্তিশালী ভূমিকম্প


১ ডিসেম্বর ২০১৭ ০৬:৪৭

সারাবাংলা ডেস্ক

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল। এবারের ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল কেরমান শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পনের সৃষ্টি হয়।

এর আগে গত ১০ নভেম্বর রাত ৯টা ১৮ মিনিটে ইরানের উত্তরাঞ্চলের কারমান শাহ প্রদেশের ইরাক সীমান্ত এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। এ ঘটনায় আহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে যায়।

সারাবাংলা/এমএইচটি/আইজেকে/ডিসেম্বর ০১, ২০১৭

ইরান_ভূমিকম্প

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর