Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামপুরে স্টিল মিলে দগ্ধ শ্রমিকের ঢামেক হাসপাতালে মৃত্যু


১৯ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৮

সংগৃহীত ও প্রতীকী ছবি

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকায় একটি স্টিল মিলে লোহা গলাতে গিয়ে দগ্ধ শ্রমিকদের মধ্যে আল আমিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, দুর্ঘটনায় আল আমিনের শরীরের ৯৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

আল আমিনের খালাতো ভাই রফিকুল ইসলাম জানান, আল আমিন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঢাকায় তিনি শ্যামপুর ওয়াসা গেট এলাকায় বাস করতেন। গত সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টিল কারখানায় দগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় আরও ৭ জন দগ্ধ হয়েছিলেন। তারা হলেন, আব্দুল লতিফ (৩৫), মো. লাবু (২৫), জাহাঙ্গীর হোসেন (৩০), আ. আজিজ (৩২), আ. মান্নান (৪০), আফসার আলী (৩৫) ও শাহ আলম (২৮)।

আব্দুল লতিফের শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মো. লাবুর শরীরের ৩০ শতাংশ, জাহাঙ্গীর হোসেনের ৩০ শতাংশ, আ. আজিজের ৪৮ শতাংশ, আ. মান্নানের ৩ শতাংশ, আফসার আলীর ৭০ শতাংশ এবং শাহ আলমের শরীরের ৪৮ শতাংশ পুড়ে গেছে।

কদমতলী স্টিল মিলের আরেক শ্রমিক মিরাজুল ইসলাম জানান, লোহা গলানো শেষ হয়ে গিয়েছিল। নামানোর সময় হঠাৎ শরীরে পড়লে আমাদের আট সহকর্মী দগ্ধ হয়।

সারাবাংলা/এসএসআর/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর