Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি বঙ্গবন্ধুর এজেন্ট ছিলাম, বিএনপির কেউ নই: ড. কামাল


১৯ ডিসেম্বর ২০১৮ ১৭:২৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৭:৩২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনে বিএনপির সঙ্গে ঐক্য গড়লেও জোটটির শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমি বিএনপির কেউ নই। আমি আওয়ামী লীগের লোক ছিলাম। ৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর এজেন্ট ছিলাম। সেই সময় মানুষ দ্বারে দ্বারে গিয়েছি। রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ এখনও সেই পরিবর্তন চায়।’

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. কামাল।

কামাল বলেন, ‘জনগণ দেশের মালিক। জনগণ মালিকানা হারালে দেশের স্বাধীনতা আর থাকে না। জনগণের মালিকানার স্বার্থে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ দেওয়া দরকার। আমার নতুন কিছু বলার নেই। তবে জনগণের আকাঙক্ষা আছে পরিবর্তনের।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘রাস্তায় এত পুলিশ কখনও আমি দেখিনি। যাকে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা বলছেন, ২ জানুয়ারির পর তাদের ছেড়ে দেওয়া হবে। এ থেকে প্রমাণিত হয় নির্বাচনে যাতে বিরোধী দল নামতে না পারে সে জন্য পুলিশ এই তৎপরতা চালাচ্ছে যাতে ভোট ছিনিয়ে নেওয়া যায়, বিরোধী দলের নেতাকর্মীরা যাতে ভোটের মাঠে না থাকেন।’

ড. কামাল, জাতীয় ঐক্যফ্রন্ট

‘তবে আমি বিএনপির লোক নই। আমি আওয়ামী লীগের লোক ছিলাম। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের জন্য ভোটের মাঠে লড়াই চালিয়ে যাচ্ছি’ বলেন ড. কামাল।

কূটনৈতিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে ড. কামাল বলেন, ‘আমরা আমাদের  ইশতেহার কূটনীতিকদের কাছে ‍তুলে ধরেছি। আমরা আমাদের কথাগুলো তুলে ধরেছি। এ ব্যাপারে তাদেরও অবজারভেশন আছে।

আরও পড়ুন

নির্বাচন পদ্ধতি ‍সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের
ফখরুলের সঙ্গে মিলারের বৈঠক
প্রধানমন্ত্রীকে মার্কিন দূত, ১১টি দল নির্বাচন পর্যবেক্ষণ করবে
দলকে নয়, সমর্থন গণতান্ত্রিক প্রক্রিয়ার: মিলার

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর