সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
১৯ ডিসেম্বর ২০১৮ ২১:৪০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
সিরিয়া থেকে সকল সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন বলেছে, সিরিয়া থেকে সম্পূর্ণরূপে ও দ্রুত সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ ডিসেম্বর) এক টুইটে জানিয়েছেন, সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস পরাজিত হয়েছে। সেখানে সৈন্য মোতায়েন রাখার আর কোন কারণ নেই তার কাছে।
প্রসঙ্গত, সিরিয়ায় আইএস-বিরোধী লড়াইয়ে সহায়তা করতে ২০০০ সেনা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এখনও সেখানে আইএস’র অল্প সংখ্যক যোদ্ধা রয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন, তারা আইএস’র সম্পূর্ণ পরাজয় নিশ্চিত করতে চান। যেন দলটি পুনরায় সংগঠিত না হতে পারে।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট চলতি বছরের মার্চে এক ঘোষণায় জানান, তিনি খুব শীঘ্রই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেবেন। তবে সে প্রত্যাহার কবে হবে সে বিষয়ে কোন স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
সারাবাংলা/ আরএ