সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের
২০ ডিসেম্বর ২০১৮ ১৩:২০
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
সিরিয়ায় মোতায়েন করা ২০০০ মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস’র বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। খবর আল জাজিরার।
ট্রাম্পের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা। তিনি বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক টুইটে বলেন, আমরা সিরিয়ায় আইএসকে পরাজিত করেছি। আর আমি প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে সেখানে অবস্থান করার একমাত্র কারণ হচ্ছে এটা।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সেনা প্রত্যাহার নিয়ে এখনও অনেক তথ্য চূড়ান্ত করা হয়নি। কিন্তু তারা প্রত্যাশা করছেন জানুয়ারির মাঝামাঝি সেনা প্রত্যাহার শেষ হবে।
প্রসঙ্গত, সিরিয়ায় ২০১৪ সাল থেকে বিমান হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। এর এক বছর পর সেখানে সেনা মোতায়েন করে ওবামা প্রশাসন।
ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পর তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে আরও তথ্য ও আনুষ্ঠানিক বৈঠকের দাবি জানিয়েছে কংগ্রেস।
নাম না প্রকাশের শর্তে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের বিশ্বাস সিরিয়ায় আইএস’র সঙ্গে লড়াই ছাড়া আর কোন ভূমিকা নেই মার্কিন সেনার। এ বিশ্বাস থেকেই তিনি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
সারাবাংলা/ আরএ