Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের মাঝে তারকা শিল্পীরা, নৌকায় ভোট প্রার্থনা


২০ ডিসেম্বর ২০১৮ ১৬:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: পর্দায় দেখা মেলে তাদের। নানা রূপে, নানা ভূমিকায়। অভিনয় গুণে তারা স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। মানুষের কল্পনার জগতে তাদের অবাধ বিচরণ। বাস্তবে, মানুষের মাঝে তাদের বিচরণ যেন কল্পনার অতীত।

কিন্তু অভিনয় জগতের সেই উজ্জ্বল তারকা শিল্পীদের অনেকেই আজ (বৃহস্পতিবার) বিচরণ করেছেন বন্দনগরীর সাধারণ মানুষের কাতারে। নৌকা মার্কায় ভোট চেয়ে তারা গেছেন নগরীর বিভিন্ন এলাকায়।

তারকারা আসবেন—এ খবর শুনেই চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সকাল থেকে মানুষের ভিড় জমে যায়। কল্পনার জগতের তারকারা যখন এলেন সাধারণের মাঝে, মানুষের ভিড় যেন আর সামলানোই যায় না! নগরীর জামালখানে একপাশের সড়কে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। কেউ দূরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখেছেন স্বপ্নের নায়ক-নায়িকাদের। কেউ কাছে গিয়ে একটু ছুঁয়ে দেখেছেন। আর হাল আমলের সেলফি প্রতিযোগিতা তো ছিলই!

অভিনয় দিয়ে বাঙালি তরুণীর হৃদয়ে কাঁপন তোলেন যে নায়করা, রিয়াজ-ফেরদৌসও এসেছিলেন নৌকার প্রচারণায়। রিয়াজ এসেই ‘নৌকা নৌকা’ বলে স্লোগান ধরেন। অভিনেতা মাহফুজ আহমেদ, শাহরিয়ার নাজিম জয়, সায়মন সাদিক, শাকিল খানরাও ছিলেন তাদের সঙ্গে।

আশি-নব্বইয়ের দশকে যার অভিনয় দেখে বাঙালি রমণীদের চোখের কোণে জল জমতো, সেই অরুণা বিশ্বাসও ছিলেন নৌকার প্রচারণায়। এসেছিলেন হাল আমলের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও। অভিনেত্রী রোকেয়া প্রাচী, তারিন, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহসহ আরও কয়েকজন ছিলেন এই যাত্রায়।

আর তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের প্রার্থী হিসেবে যোগ দেন তারকাদের সঙ্গে প্রচারণায়।

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় প্রচারণা। প্রথমে অভিনেতা-অভিনেত্রীরা বক্তব্য রাখেন।

রিয়াজ সমবেতদের উদ্দেশে বলেন, ‘মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ। আমরা একঝাঁক তরুণ শিল্পী আপনাদের কাছে এসেছি একটাই আবেদন জানাতে— আপনারা শেখ হাসিনার কাছেই বাংলাদেশটাকে রাখবেন। এই দেশ নিরাপদে থাকবে, আপনারা নিরাপদে থাকবেন।’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এই বীর চট্টলায় আসতে পেরে আমরা শিল্পীরা অনেক খুশি। চট্টগ্রামের উন্নয়নের বেশিরভাগই হয়েছে জননেত্রী শেখ হাসিনার আমলে। এই দেশের উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে। সুতরাং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকেই আবারও প্রধানমন্ত্রী করতে হবে। নৌকায় ভোট দিতে হবে।’

অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন, ‘আমরা যেখানেই যাচ্ছি—নৌকার পক্ষে জোয়ার দেখতে পাচ্ছি। সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে। দেশের ৯০ শতাংশ শিল্পী, আমরা নৌকার পক্ষে আছি। জনতাও নৌকার পক্ষে আছে।’

ফেরদৌস বলেন, ‘সারাদেশে, জেলায়-জেলায়, গ্রামে-গ্রামে জনউচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে এখন একটাই স্লোগান, নৌকা—এই মার্কা জনগণের মার্কা।

রোকেয়া প্রাচী বলেন, ‘এই চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল। এই চট্টগ্রাম বীর চট্টগ্রাম। ৩০ ডিসেম্বর চট্টগ্রামের মানুষ নৌকার পক্ষে অকুণ্ঠ সমর্থন জানাবে, এই বিশ্বাস আমাদের আছে।’

তারিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে মুক্ত করেছেন। আমরা সবাই চাই দেশ সামনের দিকে এগিয়ে যাক। আসুন, আমরা সবাই শপথ নিই, ৩০ ডিসেম্বর আমরা সবাই নৌকা মার্কায় ভোট দেব।’

শাকিল খান বলেন, ‘উন্নয়ন মানে নৌকা। আমি বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কাউকে দেখি না। আমরা শিল্পীসমাজ, আমরা শেখ হাসিনার হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে চাই।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৭০ সালে দেশের শিল্পী-সাহিত্যিক-অভিনেতা-অভিনেত্রীরা যেভাবে নৌকার পক্ষে রাস্তায় নেমে গিয়েছিল, এখনো সেভাবেই সবাই নেমে গেছেন। নৌকার পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে সত্তরের ইতিহাসের পুনরাবৃত্তি হবে।’

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আজ শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরি হয়েছে। এ জন্য দেশের শিল্পীসমাজ আজ শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে—এবার নৌকার জয় হবেই।’

আমিনুল ইসলাম জানিয়েছেন, ‘নগরীর জামালখান থেকে প্রচারণা শুরুর পর তারা নগরীর অর্ধশতাধিক স্পটে গেছেন। বিভিন্ন স্পটে গাড়ি থামিয়ে তারকারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এর আগে বুধবার সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন তারকা শিল্পীরা। আসার পথে বিভিন্ন জেলা শহরে তারা প্রচারণায় অংশ নেন।

সারাবাংলা/আরডি/এমআই

নির্বাচনি প্রচারে তারকারা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর