Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হলেন হর্ষ বর্ধন শ্রিংলা


২০ ডিসেম্বর ২০১৮ ১৭:১৫ | আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৭:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা। বর্তমানে তিনি ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

১৯৮৪ সালে ভারতের পররাষ্ট্র সার্ভিসের মাধ্যমে কর্মজীবন শুরু করেন হর্ষ বর্ধন শ্রিংলা। যুক্তরাষ্ট্রে তিনি নভজিৎ সরনার স্থলাভিষিক্ত হবেন।

শ্রিংলা ২০১৬ সালের জানুয়ারিতে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের স্থলাভিষিক্ত হয়ে তিনি ঢাকা আসেন।

পশ্চিমবঙ্গের দার্জিলিং এলাকার নাগরিক হর্ষ বর্ধন নয়াদিল্লিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও গত ৩০ বছরের কূটনৈতিক পেশায় প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

তিনি নিউইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে কাউন্সিলর এবং ভিয়েতনামের হো চি মিন সিটিতে ও দক্ষিণ আফ্রিকার ডারবানে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে—আশা করা হচ্ছে তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

শ্রিংলার পরিবর্তে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রিভা গাঙ্গুলি দাস। বর্তমানে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/এমআই

যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর