Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন


২০ ডিসেম্বর ২০১৮ ১৮:৪৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ কার্যকর হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর থেকে। এতদিন আইনটি পর্যবেক্ষণে ছিল।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আইনটির বিস্তরণ কর্মশালায় মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জামাল উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশে বর্তমানে নতুন নতুন মাদক ঢুকছে। এদের মধ্যে বেশিরভাগ ইয়াবা। ইয়াবা ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যবস্থা রেখে আইন পাশ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্কুল-কলেজ থেকে শুরু করে বিত্তবানদের কাছে মাদক ছড়িয়ে পড়েছে। আমরা যেভাবে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করতে সফল হয়েছি, অবৈধ মাদক ঠেকাতেও আমরা সফল হব। যুব সমাজ আমাদের সম্পদ। কিন্ত মাদকের ভয়াল থাবা তাদেরকে শেষ করে দিচ্ছে। তাই অন্তত তাদেরকে রক্ষায় আইনটি কার্যকর করা হবে দ্রুত।’

এ সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘সারাদেশে ৩৬ লাখ মাদক আসক্ত আছে। তাদের জন্য সরকারি সেবার পাশাপাশি ২৭৫টি বেসরকারি নিরাময় কেন্দ্র রয়েছে।’

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর জাতীয় সংসদে পাশ হয় মাদক নিয়ন্ত্রণ আইন-২০১৮। পরে এটি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সারাবাংলা/এসএইচ/একে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর