Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণকে বিভ্রান্ত করবেন না’— প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল


২০ ডিসেম্বর ২০১৮ ১৯:১৮

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: ভোটের আগের ভাষণ-বক্তৃতার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবীদের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা সতর্ক থাকুন। বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ভোটের পর এগুলো দেখিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে তারা।’

এ বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ব্যালট তো আপনারা ছাপাবেন। আমরা আসল ব্যালটেই ভোট দিতে চাই। মূলত আপনি আরেকটা অপকর্মের আগাম ঘোষণা দিয়েছেন। নিজেরাই ভোট কারচুপি করতে জাল ব্যালট পেপার ছাপানোর উদ্যোগ নিচ্ছেন। সুতরাং ভোটের আগে এসব বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।’

তিনি বলেন, ‘নির্বাচন এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। অথচ আগামীতে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি, থাকবে না, তা এই নির্বাচনে নির্ধারিত হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘এতো হামলা-মামলার মাঝেও টিকে আছি আমরা শুধু জনগনের সমর্থনের কারণে। নির্বাচন কমিশন তো ঠুটো জগন্নাথ। এ নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে- আমরা কী গণতন্ত্রে থাকব, নাকি একনায়কতন্ত্রে যাব। মানুষের চোখের যে আকুতি দেখেছি, আমার বিশ্বাস- আমরা জয়ী হব।’

সারাবাংলা/এসএইচ/একে

একাদশ নির্বাচন জাতীয়-নির্বাচন নির্বাচন ২০১৮

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর