Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নির্বাচনী অফিসে হামলা: বিএনপি-জামায়াতের ৭ জন কারাগারে


২০ ডিসেম্বর ২০১৮ ২১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: কাফরুল থানাধীন সেনপাড়া এলাকায় আওয়ামী লীগের নির্বাচন অফিসে হামলার অভিযোগের দায়ের করা মামলায় বিএনপি ও জামায়াতের সাত জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ( ২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন আ. আহাদ, হাসান আব্দুল্লাহ সাকিব, মো. আব্দুল হালিম, সেলিম মিয়া, হাসান ফকির, আসাদুজ্জামান ওরফে সুমন ওরফে আসাদুল ইসলাম ও সেলিম হাওলাদার।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই ওয়াহিদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বিজ্ঞাপন

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাত ৮টা ২০ মিনিটের সময় কামরুল থানাধীন সেনপাড়া এলাকায় আওয়ামী লীগ অফিসের নির্বাচনী অফিসের ভেতর প্রবেশ করে। হঠাৎ অর্তকিত হামলা করে অফিসসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। বোমা নিক্ষেপসহ হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করে জখম করে।

আবেদনে আরও বলা হয়, আসামিরা বিএনপি জামায়াতের সক্রিয় সদস্য। আসামিরা এবং তাদের সহযোগী মামলার এজাহারনামীয় পলাতক আসামিরা দেশে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড সংঘটনকারী এবং সন্ত্রাসী- বোমাবাজ দুষ্কৃতিকারী দলের সক্রিয় সদস্য।

সারাবাংলা /এআই/একে

নাশকতা মামলা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর